• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বৃষ্টিকে উপেক্ষা করে জুলাইয়ের পুনর্জাগরণে মানুষের ঢল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০২:২৭ পিএম
বৃষ্টিকে উপেক্ষা করে জুলাইয়ের পুনর্জাগরণে মানুষের ঢল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জড়ো হতে থাকেন রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ। যদিও বৃষ্টির বাধায় অনুষ্ঠান কিছুটা ছন্দপতনের শিকার, তবুও জনতার উপস্থিতি থেমে নেই—বরং তা পরিণত হয়েছে এক প্রতীকী প্রতিবাদে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ঘুরে দেখা যায়, পুরো এলাকা জুড়েই মানুষের ঢল। আশপাশের সড়ক ও গলিগুলোতেও ছিল অংশগ্রহণকারীদের ভিড়।

বৃষ্টি শুরু হলেই কেউ আশ্রয় নিচ্ছেন গাছের নিচে, কেউবা ছাতা মাথায় স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে বা গায়ে 'জুলাই সনদ'–এর ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই বৃষ্টিতে ভিজছেন। এ যেন এক অদম্য লড়াইয়ের দৃশ্যপট।

মগবাজার থেকে আসা তরুণ রাকিবুল ইসলাম বলেন, “বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর যে লড়াই শুরু করেছি, তা বৃষ্টিতে নয়, বুলেট ঝরলেও থামবে না।”

ব্যাংক কর্মকর্তা সুজাউদ্দৌলা বলেন, “জুলাই জাগরণ আমাদের আত্মার লড়াই। এ লড়াইয়ের মঞ্চ ছেড়ে যাব না, যতক্ষণ না সনদ বাস্তবায়ন হয়।”

আয়োজকদের পক্ষ থেকে বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে কিছু প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিকল্প সাউন্ড সিস্টেম, প্লাস্টিক কভার এবং শুকনো কাপড় প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য।

বৃষ্টি থেমে থেমে পড়লেও মানুষের স্রোত থেমে নেই। বরং একপর্যায়ে বৃষ্টির মধ্যেই ‘জুলাই সনদ চাই’ স্লোগান মুখর হয়ে ওঠে চারপাশে। বৃষ্টিভেজা এই সমাবেশ যেন এক শক্তিশালী বার্তা—প্রাকৃতিক বাধাও থামাতে পারছে না মানুষের ন্যায্য দাবির কণ্ঠস্বর।

ওএফ

Wordbridge School
Link copied!