• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৫, ২০২৫, ০২:৩৮ পিএম
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আজ বেলা পৌনে একটার পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

এছাড়া বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এ অনুষ্ঠানটিও বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের একটি ঐতিহাসিক দলিল। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ ও মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার এ ঘোষণাপত্র চূড়ান্ত করে। দলগুলো এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে একমত হয়েছে।

ওএফ

Wordbridge School
Link copied!