• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২৫, ১১:৩৮ এএম
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় সচিবালয় ও আশপাশের এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের নবনির্মিত ২০ তলার ১ নম্বর ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। অন্যান্য উপদেষ্টারাও এতে উপস্থিত রয়েছেন।

সচিবালয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কাউকে ওই ভবনের আশপাশে যেতে দেওয়া হচ্ছে না। ভবন ঘিরে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে গেট।

এর আগে, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গত বছরের ২০ নভেম্বর প্রথমবার সচিবালয়ে যান ড. ইউনূস। সেদিনও উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন তিনি।

ওএফ

Wordbridge School
Link copied!