ঢাকা: নিবন্ধনের প্রাথমিক ধাপ পেরিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ মোট ১৬টি রাজনৈতিক দল। রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ইসি বলছে, এটি কেবল প্রথম ধাপের ফলাফল। এখনো মাঠ পর্যায়ে বিস্তারিত যাচাই-বাছাই বাকি আছে। সেখানকার তদন্ত ও তথ্য-প্রমাণ যাচাইয়ের পরই চূড়ান্তভাবে নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর তালিকা প্রকাশ করা হবে।
এর আগে নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি দলের কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তখন নির্বাচন কমিশন সব দলকে ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠায়, যাতে নির্ধারিত শর্ত পূরণে ঘাটতি থাকলে তা সংশোধন করে পুনরায় জমা দেওয়া যায়।
গত ১৫ জুলাই ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে। পরবর্তী ধাপে বাকি দলগুলোও চিঠি পাবে। চিঠি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে সব ধরনের ত্রুটি ও অসম্পূর্ণতা দূর করতে হবে।
এরও আগে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনপ্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইসি। পরে, কয়েকটি দলের অনুরোধে ২২ জুন পর্যন্ত আবেদন করার সময় বাড়ানো হয়। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই প্রথমে উত্তীর্ণ হয়নি। এরপর ধাপে ধাপে দলগুলোকে ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হয়। প্রথম ধাপে ৬২টি দল এবং দ্বিতীয় ধাপে এনসিপিসহ বাকি ৮২টি দলকে চিঠি দেওয়া হয়।
বিদ্যমান আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে হলে— একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি থাকতে হবে। অন্তত দেশের এক-তৃতীয়াংশ জেলায় কমিটি থাকতে হবে। কমপক্ষে ১০০টি উপজেলা কমিটি গঠন করতে হবে। প্রতিটি কমিটির জন্য অন্তত ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণপত্র থাকতে হবে।
এ ছাড়া, দলের কেউ যদি আগে সংসদ সদস্য হয়ে থাকেন, অথবা গত জাতীয় নির্বাচনে অন্তত ৫ শতাংশ ভোট পেয়ে থাকেন, তাহলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জিত হয়।
শুধু এই মৌলিক শর্ত নয়, আরও কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় নিবন্ধনের জন্য। প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় এসব নিয়ম মানা হয়েছে কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখে ইসি।
ওএফ







































