• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আগামী কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০৮:৫৫ এএম
আগামী কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১৭ আগস্ট) থেকে শুরু করে টানা চার দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় সোমবার (১৮ আগস্ট) নাগাদ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে। গত ১৩ আগস্টও সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার প্রভাব দেশের ওপর পড়েছিল।

আগামী সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পরও একই ধারা অব্যাহত থাকবে। ওইদিন রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ সময়ও দেশের কিছু স্থানে ভারী বর্ষণ দেখা দিতে পারে।

বুধবার (২০ আগস্ট) থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। সেদিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনার অনেক জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলের কয়েকটিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের এই পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে। ফলে নদী তীরবর্তী ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকিও থাকতে পারে।

ওএফ

Wordbridge School
Link copied!