• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইইউ প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৫, ০১:০৫ পিএম
ইইউ প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠকে

ঢাক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বৈঠকটি শুরু হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

প্রতিনিধিদলটি ইসিতে পৌঁছানোর পর নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা, নতুন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। জানা গেছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নযোগ্য একটি নতুন প্রকল্পের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত প্রাথমিক প্রস্তুতি, নতুন প্রকল্প এবং বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক নিয়ে কাজ করছে।

এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরে দেশের মধ্যে আসার কথা রয়েছে। তারা আগামি নির্বাচনের প্রেক্ষাপটে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করবে।

ওএফ

Wordbridge School
Link copied!