ঢাকা : মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দুই হাজার দুই শতাধিকের অধিক পলাতকের মধ্যে এখনও ৭০০ জনের বেশি কয়েদি পলাতক রয়েছেন। এর মধ্যে ৯ জন জঙ্গি আছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মহাপরিদর্শক বলেন, লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধারে কাজ করা হচ্ছে। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে কারা অধিদফতর কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্দিদের উৎপাদমুখী করতে উদ্যোগ নেয়া হয়েছে। বন্দি সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে।
তিনি আরও জানান, ধারণ ক্ষমতার অধিক বন্দি থাকায় নতুন ২টি কেন্দ্রীয় কারাগার ও ৪টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে বন্দিদের জন্য কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
কারা মহাপরিদর্শক বলেন, কারাগারকেন্দ্রীক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা বিভাগ সংশ্লিষ্ট আইন কানুন যুগোপযোগী করার লক্ষ্যে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।
পিএস







































