• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:২৭ এএম
আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলা‌দেশ

ঢাকা: ভয়াবহ ভূমিকম্পে ক্ষ‌তিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানে পৌঁছাবে বাংলাদেশের ত্রাণ।

গতকাল বৃহস্প‌তিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়।

মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে সেখানে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন তিন হাজারেরও বেশি আফগান।

তবে বার্তা সংস্থা এএফপির সর্বশেষ প্রতিবেদন মতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যাও বেড়ে তিন হাজার ৬০০ হয়েছে।

পাশাপাশি আট হাজারেরও বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে সার্বিকভাবে তালেবান শাসিত আফগানিস্তানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

ত্রাণসামগ্রীর মধ্যে আছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে এসব ত্রাণসামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে।

এআর

Wordbridge School
Link copied!