• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডাকসু নির্বাচনের ফলের অপেক্ষা, স্লোগানে উত্তাল সিনেট ভবন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:০১ এএম
ডাকসু নির্বাচনের ফলের অপেক্ষা, স্লোগানে উত্তাল সিনেট ভবন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ভেতরে তিল ধারণের ঠাঁই নেই।

ডাকসু নির্বাচনের ফল জানতে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থক এবং শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়েছেন। সিনেট ভবনের কনফারেন্স কক্ষটি জনসমুদ্রে রূপ পেয়েছে।

গণমাধ্যমকর্মীরা সেখানে অপেক্ষা করছিলেন কয়েক ঘণ্টা আগে থেকেই। রাত ১২টার আগে আগে হুট করে শিক্ষার্থীরা জড়ো হলে মুহূর্তে ভরে যায় কক্ষটি। থেকে থেকে ঢেউ ওঠে স্লোগানের।

সিনেট ভবনের নিচতলাতেও অনেককে দেখা গেছে অপেক্ষা করতে। ভবনের ভেতরে রাফসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, শুনেছি, এখানে ফলাফল জানানো হচ্ছে। এজন্যই এসেছি।

ভবনের সিঁড়িতেও বসে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। তাদের সবার অপেক্ষা ডাকসু ফলাফল কখন জানানো হবে।

এআর

Wordbridge School
Link copied!