• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অন্তর্বর্তী সরকারের জনআকাঙ্ক্ষা পূরণ নিয়ে জরিপ প্রকাশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৫৫ পিএম
অন্তর্বর্তী সরকারের জনআকাঙ্ক্ষা পূরণ নিয়ে জরিপ প্রকাশ

ছবি : সংগৃহীত

ঢাকা: ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ১২ জেলার ওপর জরিপ চালিয়েছে। এতে মাত্র আড়াই শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্টি প্রকাশ করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।

জরিপ দেখা যায়, ৫৪ শতাংশ মানুষ মনে করেন জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায়, ৯৬ শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা চান এবং ৯৪ শতাংশ মানুষ চান দলগুলো অর্থ ও জবাবদিহিতা তৈরি করবে।
 
এছাড়া ১৯ শতাংশ মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও ২৪ শতাংশ মানুষ চান নির্বাচন।

আর আগামী নির্বাচনে ব্যালটে না ভোটের সুযোগ চান ৭৮ শতাংশ মানুষ।

এসআই

Wordbridge School
Link copied!