• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৫, ০৯:১১ এএম
ইতালি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সফর শেষে তিনি রোমের ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

ড. ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) রোমে পৌঁছান। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক।

সফরের মূল আয়োজন ছিল সোমবারের (১৩ অক্টোবর) ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অধিবেশন। সেখানে প্রধান বক্তা হিসেবে ড. ইউনূস বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে ছয়টি প্রস্তাবনা উত্থাপন করেন। তার বক্তব্যে বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়ায়।

সফরকালে ড. ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার, কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন বিনিময়, সামাজিক ব্যবসার প্রসারসহ নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ড. ইউনূসের এই সফর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এম

Wordbridge School
Link copied!