• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ-কুয়েত সম্পর্ক জোরদার, নতুন চুক্তি স্বাক্ষর শিগগিরই


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২৫, ০৫:৪৩ পিএম
বাংলাদেশ-কুয়েত সম্পর্ক জোরদার, নতুন চুক্তি স্বাক্ষর শিগগিরই

ফাইল ছবি

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শ বৈঠক রোববার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে কুয়েতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত সামি ঈসা জোহর হায়াত। বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

বৈঠকে খাদ্য নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, শিক্ষা ও উচ্চশিক্ষা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, সামরিক সহযোগিতা এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানসহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়েছে। কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, এসব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে দুই পক্ষ একমত হয়েছে এবং শিগগিরই একাধিক নতুন চুক্তি স্বাক্ষর হবে।

তিনি আরও জানান, কুয়েত বাংলাদেশের প্রতি ১৯৯০ সালের কুয়েত দখলদারত্বের সময় অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক ৩৬ বছরের অবিচ্ছিন্ন সহযোগিতার ফল। এছাড়া বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নতুন রুট চালুর বিষয়েও সম্মতি হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে এ ধরনের পর্যায়ের চুক্তি হলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে এফওসি অনুষ্ঠিত হলো। দুই দেশ ভবিষ্যতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসব আলোচনাকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!