• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পছন্দের প্রতীক পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৫, ০৭:৫১ পিএম
পছন্দের প্রতীক পেল বাংলাদেশ রিপাবলিকান পার্টি

ছবি: সংগৃহীত

আদালতের আদেশে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)। দলটির প্রতীক নির্ধারণ করা হয়েছে হাতি। রোববার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি) চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয়।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮-এর সূত্রে গত ২৩ জুলাই দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

নিবন্ধন পেয়ে দলের চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে, আমি ন্যায়বিচার পেয়েছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির প্রতীকও হাতি। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলটিও রিপাবলিকান পার্টি।

এসএইচ
 

Wordbridge School
Link copied!