• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রভাবশালীদের তদবিরে সাভারে ‘আওয়ামী ঘনিষ্ঠ’ ইউএনও পদায়ন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৩২ পিএম
প্রভাবশালীদের তদবিরে সাভারে ‘আওয়ামী ঘনিষ্ঠ’ ইউএনও পদায়ন

ছবি: সোনালীনিউজ

ঢাকা: ঢাকার সাভারে সদ্য পদায়ন হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান রুমনকে ঘিরে প্রশাসনে বিতর্ক দেখা দিয়েছে। জনপ্রশাসনের একাধিক প্রভাবশালী কর্মকর্তার তদবিরে তাঁকে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে। এসব কর্মকর্তার মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের শাসনামলে বঞ্চিত ছিলেন, আর এখন তাঁরা সরকারের পরিবর্তনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়–সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিকভাবে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে সাভারে একজন নিরপেক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার প্রয়োজন ছিল। কিন্তু আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাহবুবুর রহমান রুমনকে সেখানে পদায়ন করায় প্রশ্ন উঠেছে প্রশাসনের অভ্যন্তরে।

তথ্যমতে, বিসিএস ১৮ ব্যাচের এক অতিরিক্ত সচিব এবং এক সাবেক সচিব—যিনি এখন একটি রাজনৈতিক দলের উপদেষ্টা পরিষদের সদস্য—এই পদায়নের তদবির করেছেন। তারা দুজন মিলে রুমনের নিয়োগ নিশ্চিত করেন বলে প্রশাসনের ভেতরে আলোচনা চলছে।

গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে যখন সারাদেশে সহিংসতা ও অস্থিরতা চলছিল, তখন মাহবুবুর রহমান রুমন সরকারি কর্মকর্তা হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রতি প্রকাশ্যে আনুগত্য দেখিয়েছিলেন। তাঁর একটি পোস্টে লেখা ছিল, “সিলেট ক্লিয়ার, শাহবাগ ক্লিয়ার, চিটাগং নাসির-নওফেল গ্রুপ একসাথে নামবে। মিডিয়া গরমৃ কাল থেকে আওয়ামী লীগ মাঠে নামবে পুরোদমে।” এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি রাজনৈতিক পরিস্থিতিতেও আওয়ামী লীগের প্রতি গভীর সমর্থন প্রকাশ করেছিলেন।

৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর রহমান রুমনকে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় নিজ উপজেলা পূর্বধলায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। স্থানীয় নেতাদের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে বৈঠকেও অংশ নিয়েছিলেন।

রুমন আওয়ামী লীগ–সমর্থিত সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ (আমুস)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সামাদকে ২১এ পদক পাওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি নিজের কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করেন। রুমনের ফেসবুক আইডিতেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসা করে একাধিক পোস্ট রয়েছে। সেখানে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতারও প্রমাণ মেলে।

প্রশাসনের একাধিক কর্মকর্তা বলছেন, ‘সাভারের মতো এলাকায় নিরপেক্ষ প্রশাসনিক নেতৃত্বের প্রয়োজন ছিল। সেখানে রাজনৈতিকভাবে সম্পৃক্ত একজন কর্মকর্তার পদায়ন প্রশাসনিক নিরপেক্ষতার জন্য ভালো বার্তা নয়।’

এসএইচ

Wordbridge School
Link copied!