• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকায় মুষলধারে বৃষ্টি, যানজট আর জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ০৮:০৫ পিএম
ঢাকায় মুষলধারে বৃষ্টি, যানজট আর জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

ছবি: সোনালীনিউজ

ঢাকা: বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টি যেন থামছেই না। অঝোর ধারায় ঝরছে পানি। একদিকে মুষলধারে বৃষ্টি, অন্যদিকে যানজট ও জলাবদ্ধতায় নাকাল হয়েছেন নগরবাসী।

শনিবার (১ নভেম্বর) বিকাল চারটার দিকে ঢাকার আকাশ ঢেকে যায় কালো মেঘে। সাড়ে চারটার দিকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। বিকাল ৫টার দিকে বৃষ্টি বাড়তে শুরু করে। সন্ধ্যা সাতটায় পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা বৃষ্টিতে রাজধানীর বেশির ভাগ অলিগলি পানিতে তলিয়ে গেছে। কিছু বড় সড়কের একপাশেও পানি জমে যানজটের সৃষ্টি হয়েছে।

মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বের হন আয়েশা সুলতানা। তিনি জানান, রামপুরা যাওয়ার পথে রিকশা-সিএনজি চালকরা দ্বিগুণ ভাড়া চাইছিল। অগত্যা দ্বিগুণ ভাড়ায় রিকশা নেন তিনি। কাকরাইল এলাকায় যানজটে আটকে পড়েন। সন্ধ্যা সাতটায়ও বাসায় পৌঁছাতে পারেননি।

রাজাবাজারের বাসিন্দা জামাল হোসেন জানান, জরুরি কাজে বের হওয়ায় বৃষ্টি মাথায় নিয়েই বের হতে হয়েছে। রাস্তার ওপর জমে থাকা পানি পার হওয়া যেন নদী পার হওয়ার মতো বিড়ম্বনা সৃষ্টি করেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এসএইচ
 

Wordbridge School
Link copied!