• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচন নিরাপত্তায় তিন বাহিনীর প্রধানকে যা বললেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৫, ১০:৩৬ পিএম
নির্বাচন নিরাপত্তায় তিন বাহিনীর প্রধানকে যা বললেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

ঢাকা: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বলা হয়, ড. ইউনূস তিন বাহিনীকে নির্বাচন শান্তিপূর্ণভাবে ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি সামরিক বাহিনীর সদস্যদের গত ১৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের প্রশংসা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমাদের প্রতিশ্রুতি হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা।’

নির্বাচনকে ঘিরে তিন বাহিনী সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং কিছু বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা দায়িত্ব পালন করবে।

বৈঠকে তিন বাহিনী প্রধান আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

এসএইচ

Wordbridge School
Link copied!