• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করছে এনসিপি, যেভাবে আবেদন 


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৫, ০৮:০৯ পিএম
১০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করছে এনসিপি, যেভাবে আবেদন 

ফাইল ছবি

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা এবং যুদ্ধাহত ও হতাহতদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে এনসিপি। ফরমের মূল্য ন্যূনতম ১০ হাজার টাকা এবং যুদ্ধাহত ও হতাহতদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’ তিনি জানান, আগামী ১৫ নভেম্বর এনসিপি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে।

জোট নিয়ে প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের পক্ষে যদি বিএনপি বা জামায়াত থাকে, তবে যেকোনো একটি দলের সঙ্গে জোট হতে পারে। এছাড়া ৯ দলীয় রাজনীতিক জোট হওয়ার সম্ভাবনার কথাও ভাবা হচ্ছে।’

ডা. তাসনিম জারা জানান, প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রথমে কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ। দ্বিতীয়ত অনলাইনে ফরম পূরণ ও জমা। তৃতীয়ত, দলের দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!