• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোট পর্যবেক্ষণে প্রস্তুত ৬৬ সংস্থা, যাচাইয়ে আরও ১৬টি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৫, ০৯:০২ পিএম
ভোট পর্যবেক্ষণে প্রস্তুত ৬৬ সংস্থা, যাচাইয়ে আরও ১৬টি

ফাইল ছবি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসির কর্মকর্তারা জানান, যেসব সংস্থা পর্যবেক্ষক হিসেবে প্রয়োজনীয় যোগ্যতা ও কাগজপত্র জমা দিতে পেরেছে, তাদেরই চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ সংস্থাগুলোর বিষয়ে মতামত দিতে ১৫ কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছে।

ইসির এক কর্মকর্তা বলেন, সব সংস্থা যাচাই-বাছাই শেষে অনুমোদন পেয়েছে। নির্বাচনে তাদের দায়িত্ব হবে ভোটকেন্দ্রে গিয়ে প্রক্রিয়া পর্যবেক্ষণ করা এবং নিরপেক্ষভাবে প্রতিবেদন দেওয়া।

এসএইচ 

Wordbridge School
Link copied!