• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু


নীলফামারী প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৫, ০৬:৩২ পিএম
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

প্রতীকী ছবি

নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকায় ট্রেনে কাটা পড়ে মনিফা বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিফা বেগম সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর এলাকার মোজাফফর হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, সকালে রেললাইনের পাশে কাটা পড়া অবস্থায় নারীর মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। তবে ঠিক কোন সময় এবং কোন ট্রেনের নিচে তিনি কাটা পড়েছেন, তা নিশ্চিত করা যায়নি।

নিহতের মেয়ে মিতু আক্তার জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর তিনি ফিরে আসেননি। শনিবার সকালে পুলিশের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পায় পরিবার।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রুজুর প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!