চীন থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকে ঘিরে অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা বা অর্থনৈতিক চাপের আশঙ্কা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশ সব সময়ই ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট–২০২৫’ নামে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যার আওতায় কোনো দেশ চীন থেকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম ক্রয় করলে ওয়াশিংটনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা কোনো পক্ষের বিরুদ্ধে বা পক্ষে নই। দেশের প্রতিরক্ষা চাহিদা, প্রযুক্তিগত সক্ষমতা ও আর্থিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ চীনের তৈরি ২০টি জে–১০ যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের সারফেস–টু–এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডার ক্রয়ের পরিকল্পনাও রয়েছে অন্তর্বর্তী সরকারের।
এম







































