• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজের অপরাধের বিষয়ে এবার মুখ খুললেন হাসিনা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৫, ০৩:৪৬ পিএম
নিজের অপরাধের বিষয়ে এবার মুখ খুললেন হাসিনা

ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় হবে আগামী ১৭ নভেম্বর। এই রায়ের মাত্র কয়েকদিন আগে বৃটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার (১৪ নবেম্বর) বিবিসি সাক্ষাৎকারটি প্রকাশ করে।

সাক্ষাৎকারে শেখ হাসিনা অভিযোগ করেছেন, তিনি যে হাজারো মৃত্যুর জন্য দায়ী, সেই অভিযোগ মিথ্যা। তাঁর বিরুদ্ধে যে দুর্নীতির তদন্ত চলছে, তা তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। হাসিনা দাবি করেছেন যে এই বিচার "প্রতিষ্ঠিত দোষী সাব্যস্ত" করতে করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট তিনি দেশ ত্যাগ করার পর এই মামলার বিচার শুরু হয়, যেখানে তাকে দেশ ছেড়ে পালানোর জন্য দায়ী করা হয়। হাসিনা বলেছেন, "আমি কখনও নির্দেশ দেয়নি কোনো নিরস্ত্র বিক্ষোভকারীর ওপর গুলি চালাতে," তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং অনেক জীবন অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিতে পড়েছিল।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা এবং গুলি চালানোর জন্য তাঁকে দায়ী করা হয়, এমনকি তার ফোনালাপের এক টেপ প্রকাশ হয়েছে, যেখানে "লেথাল ওয়েপনস" ব্যবহারের অনুমতি দেওয়ার কথা শোনা গেছে।

হাসিনা তাঁর বিরুদ্ধে কোনো ধরনের স্বাধীনভাবে প্রতিরক্ষা প্রতিষ্ঠার সুযোগ না পাওয়ার কথা জানিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন যে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর দল "আওয়ামী লীগ"কে রাজনৈতিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে এই মামলা চালাচ্ছে।

এছাড়া, তাঁর সরকার চলাকালীন সময়ে, বহু বিরোধী এবং সমালোচকের নিখোঁজ হওয়া ও বেআইনিভাবে আটক হওয়ার কথা উঠেছে, তবে হাসিনা এসব ঘটনার ব্যাপারে অজ্ঞতার কথা জানিয়েছেন।

এদিকে, এই ট্রাইব্যুনালের অন্য একটি মামলায় তাঁর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ শোনা হবে, যেটি তিনি অস্বীকার করেছেন।

এমনকি তাঁর সরকারের সময়ের অতিরিক্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গায়েবি হেফাজত অভিযোগও রয়েছে, তবে তিনি এসব অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন।

পিএস

Wordbridge School
Link copied!