• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খতমে নবুওয়ত মহাসম্মেলন: কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৫, ০৯:৪৯ এএম
খতমে নবুওয়ত মহাসম্মেলন: কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। সকাল থেকেই দেশজুড়ে নানা স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পায়ে হেঁটে, পরিবহনে এবং মেট্রোরেলে পৌঁছাচ্ছেন সম্মেলনস্থলে। জনসমুদ্রে ভরা উদ্যানটি আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

এই মহাসম্মেলনটি খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম-ওলামা অংশ নিচ্ছেন। সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সারা দেশ থেকে আসা মুরব্বি, আলেম ও সাধারণ মুসলমানরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে ভোর থেকেই উপস্থিত হতে শুরু করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

এই মহাসম্মেলনে অংশ নিতে পাকিস্তান, ভারত, মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা উপস্থিত হয়েছেন। উপস্থিতি রয়েছেন— জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদরাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

এ ছাড়া সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম।

প্রসঙ্গত, ‘খতমে নবুওয়ত’ শব্দ দুটি আরবি শব্দ। খতম অর্থ শেষ বা সমাপ্তি, আর নবুওয়ত অর্থ পয়গম্বরী, নবিত্ব। সুতরাং খতমে নবুওয়ত অর্থ নবীগণের সমাপ্তি। ইসলামী পরিভাষায় মুহাম্মদকে (সা.) শেষ নবী হিসেবে মেনে নেওয়াকে খতমে নবুয়ত বলে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, মুহাম্মদ (সা.) তোমাদের কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ। (সুরা আহজাব : ৪০)

এম

Wordbridge School
Link copied!