ফাইল ছবি
ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাদের ফেরতের জন্য ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গত শুক্রবার দিল্লিতে বাংলাদেশের মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, পূর্বে হাসিনাকে ফেরানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু জবাব আসেনি। তবে বর্তমান পরিস্থিতিতে শাস্তি কার্যকর হয়েছে এবং দুই দেশের মধ্যে চুক্তি রয়েছে, তাই এবার অফিসিয়ালি চিঠি পাঠানো হয়েছে।
মো. তৌহিদ হোসেনের কথায়, ভারতের সঙ্গে বৈধ চুক্তি ও আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের দেশে ফেরত আনা হবে।
এসএইচ







































