• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক: সুখবর তাহলে আসছে?


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৫, ১০:৪৯ এএম
পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক: সুখবর তাহলে আসছে?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পুনর্বিন্যাসের বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে আজ সোমবার (২৪ নভেম্বর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। বৈঠকটি অনুষ্ঠিত হবে সচিবালয়ে।

বেতন কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হবে বলে পে কমিশনের পাঠানো সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ তৈরির অংশ হিসেবে সচিবদের সঙ্গে এই আলোচনা করা হচ্ছে।

এর আগে ১–১৫ অক্টোবর অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন।

গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশন ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

এদিকে আলাদা পে কমিশনও সমান্তরালে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘তিনটি রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করেই কমিশনের সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান সরকার কাঠামো প্রস্তুত করবে, আর বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী সরকারের ওপর।’

তিনি আরও উল্লেখ করেন, ‘গত আট বছরে পে-স্কেল নিয়ে তেমন অগ্রগতি হয়নি। তাই এবার উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট—সহ অন্যান্য সামাজিক খাতের আওতাও বিবেচনায় রাখতে হবে। পরবর্তী সরকার পে কমিশন বাস্তবায়ন করবে—এটিই যৌক্তিক।’

এম

Wordbridge School
Link copied!