• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পশ্চিমা চাপ নেই, দিল্লি-ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৫:১২ পিএম
পশ্চিমা চাপ নেই, দিল্লি-ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে কোনো পশ্চিমা দেশের পক্ষ থেকে সরকার কোনো চাপ অনুভব করছে না।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায়, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন।

মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির অগ্রগতি সম্পর্কে তিনি জানান, নোট ভারবালের মাধ্যমে বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বলেন, ‘রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব আসেনি, কবে আসবে তা জানা নেই। এত দ্রুত উত্তর আশা করা যায় না।’

ফ্রান্স থেকে এয়ারবাস কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক, এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!