• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি: মাহফুজ আলম


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৫, ০৮:৫৭ এএম
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি: মাহফুজ আলম

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বের তুলনায় কিছুটা ভালো এবং স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) গভীর রাতে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানতে এসেছেন। তিনি বলেন, দেশের জন্য খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন। তাই আমি ব্যক্তিগতভাবেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছি।

মাহফুজ আলম আরও জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় তারা নিশ্চিত করেছেন যে খালেদা জিয়ার অবস্থা গত কয়েক দিনের মতোই স্থিতিশীল রয়েছে এবং সামান্য উন্নতি লক্ষ করা গেছে। চিকিৎসকরা আশাবাদী—আগামী দিনগুলোতে তাঁর শারীরিক উন্নতি আরও দৃশ্যমান হবে।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছে, আমরা চাই খালেদা জিয়া সুস্থ হয়ে সেই পথচলার সাক্ষী হোন। জুলাইয়ের অভ্যুত্থানের পর যারা পরিবর্তনের পক্ষে ভূমিকা রেখেছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

এম

Wordbridge School
Link copied!