• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিডিআর ইউনিফর্ম বানিয়েছিলেন সোহেল তাজ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:৫৫ পিএম
বিডিআর ইউনিফর্ম বানিয়েছিলেন সোহেল তাজ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের নাম ফের আলোচনায় এসেছে। ঘটনা শুরু থেকেই নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেও জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদনের ৮ নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিম উদ্দিন খান এবং দর্জি আছিফুর রহমান আকাশের জবানবন্দিতে বলা হয়েছে, হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ আগে, ১৭ ফেব্রুয়ারি, সোহেল তাজের জন্য বিশেষভাবে বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়েছিল।

হাবিলদার জসিম উদ্দিন জানান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশেই তার জন্য ইউনিফর্ম তৈরি করা হয়েছিল। অন্যদিকে বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আকাশ বলেন, ১৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে তিনি সোহেল তাজের অফিসে গিয়েছিলেন এবং তার শরীরের মাপ নিয়ে ইউনিফর্ম তৈরি করেন। সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোস্তাক আকাশকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন।

আকাশের ভাষ্য অনুযায়ী, সোহেল তাজের জন্য তৈরি ইউনিফর্মে কোনো র‍্যাংক লাগানো হয়নি, তবে ডিপ সাইন ছিল। ইউনিফর্ম পৌঁছে দেয়ার দিন আকাশের সঙ্গে সোহেল তাজের সরাসরি দেখা হয়নি।

আকাশ আরও জানান, যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্যারেড দেখতে আসবেন বলে নিজের জন্য ইউনিফর্ম বানাচ্ছিলেন, তা জানতে পেরে অন্যান্য অফিসারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের সময়ে শহিদ কর্নেল আনিস, মেজর হুমায়ুনসহ অনেকেই ইউনিফর্মটি দেখেছিলেন।

তদন্ত কমিশনের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হওয়ায় সোহেল তাজের সম্পৃক্ততা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!