• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করলে দুর্নীতি কমবে : দুদক চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৫৫ এএম
সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাই করলে দুর্নীতি কমবে : দুদক চেয়ারম্যান

দেশে দুর্নীতি কমাতে সবচেয়ে কার্যকর পন্থা হলো নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়া—এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মোমেন বলেন, সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি ইতোমধ্যে গভীরভাবে শিকড় গেড়েছে। এটি দূর করা সহজ নয়। তবে জনগণ সচেতন হলে পরিবর্তন আসতে পারে।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ মানুষকে নির্বাচিত করলেই দুর্নীতি কমবে। জাতীয় নির্বাচনে এ দায়িত্ব জনগণকেই নিতে হবে।

এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা।”

দিবসটি উপলক্ষে দুদক দিনব্যাপী নানা আয়োজন করে। সকালেই জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে—স্বচ্ছ নেতৃত্ব নির্বাচিত হলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।

এম

Wordbridge School
Link copied!