• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির হত্যাকারী দেশের বাইরে চলে যাওয়ার তথ্য নেই: পুলিশ 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:১৫ পিএম
হাদির হত্যাকারী দেশের বাইরে চলে যাওয়ার তথ্য নেই: পুলিশ 

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গেছেন কি না, এ বিষয়ে এখনও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে’ এ কথা জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম।

শুটার ফয়সাল করিমের শেষ অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটি জানতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি।’

হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না-এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, ‘এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা চালাচ্ছি।’

এসএইচ 


 

Wordbridge School
Link copied!