• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনে সরকার কোনও প্রভাব খাটাবে না: পররাষ্ট্র উপদেষ্টা 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:০৪ পিএম
নির্বাচনে সরকার কোনও প্রভাব খাটাবে না: পররাষ্ট্র উপদেষ্টা 

ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সারা পৃথিবী থেকে পর্যবেক্ষক আহ্বান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। নেতৃত্বে যারা আসবে, তাদের সঙ্গে দেখা ও কথা হয়েছে। সরকার কোনও প্রভাব খাটাবে না এবং পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া অন্য সহায়তা করবে না।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব তথ্য দেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করবে, তারা পর্যবেক্ষক হিসেবে অনুমোদিত হবেন। সরকার এই প্রক্রিয়ায় যুক্ত হবে না।

তিনি আরও বলেন, বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকলে কেউ নির্বাচনে গণ্ডগোল করতে পারবে না। ভোটাররা দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তাই তারা এবার উৎসাহের সঙ্গে ভোট দিতে চাইছে। আশা করা হচ্ছে, নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে চলবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ নতুনভাবে স্বাভাবিকভাবে চলতে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার। সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!