• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলগত অবস্থান জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৫২ এএম
সীমান্ত সমস্যা সমাধানে কৌশলগত অবস্থান জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে বাংলাদেশকে কৌশলগতভাবে এগোতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো অপরাধী বা সন্ত্রাসী দেশ ছাড়তে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্তসংক্রান্ত জটিলতা সমাধান করতে হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সীমান্তরক্ষায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সরকারের বড় দায়িত্ব। সরকার সেই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এম

Wordbridge School
Link copied!