• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার অবসান, অবশেষে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২৬, ১১:৫৩ এএম
পে-স্কেল নিয়ে অনিশ্চয়তার অবসান, অবশেষে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বিষয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে অন্তর্বর্তী সরকার। আর্থিক চাপ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় নিয়ে এই মেয়াদে নতুন পে-স্কেল ঘোষণা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের কাজ চালিয়ে যাবে এবং একটি সুপারিশভিত্তিক কাঠামো প্রস্তুত করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকারের সময়কালে কোনো বেতন কাঠামো কার্যকর না হলেও কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে তা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার জাতীয় বেতন কমিশনের এক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। বৈঠকে নতুন বেতন কাঠামোর মৌলিক কাঠামো ও অনুপাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশন সূত্র জানায়, নতুন পে-স্কেলের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হিসেবে তিনটি বিকল্প—১:৮, ১:১০ ও ১:১২—পর্যালোচনা করা হয়। আলোচনার পর ১:৮ অনুপাতকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি প্রস্তাব উঠে আসে—২১ হাজার টাকা, ১৭ হাজার টাকা ও ১৬ হাজার টাকা। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।

কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, সময়ের স্বল্পতা ও রাজনৈতিক বাস্তবতার কারণে অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল ঘোষণা থেকে সরে এসেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি নিতে চায় না সরকার।

তবে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বিষয় হলো—নির্বাচনের আগে প্রচলিত নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে-স্কেল সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কাজ প্রায় শেষ। আগামী ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় সুপারিশমালা চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরও স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নেবে না—এটাই যুক্তিসংগত।

এম

Wordbridge School
Link copied!