রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ সড়ক। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকরা।
আন্দোলনকারীদের দাবি, সড়কে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অবরোধের ফলে কুড়িল থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সকাল থেকেই অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানসহ সব ধরনের যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তিনি আরও জানান, এই এলাকায় আগে থেকেই মেট্রোরেল নির্মাণকাজ চলমান থাকায় যান চলাচলে চাপ ছিল। তার ওপর সড়ক অবরোধের কারণে যানজটের মাত্রা কয়েকগুণ বেড়ে গেছে।
এ ঘটনায় আশপাশের সড়কগুলোতেও যানজট ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।
এম







































