• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

র‌্যাবের ডিজির বক্তব্য শেয়ার

শিশুবক্তা বললেন, ‘আমি নিজেই এই আয়নাঘরে ছিলাম’


নিউজ ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৯ পিএম
শিশুবক্তা বললেন, ‘আমি নিজেই এই আয়নাঘরে ছিলাম’

ঢাকা : শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী আওয়ামী শাসনামলে দীর্ঘদিন কারাগারে ছিলেন। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় তাকে কারাগারে রাখা হয়। তবে গত ৬ নভেম্বর তিনি এসব মামলা থেকে খালাস পেয়েছেন। গত ১২ ডিসেম্বর শিশুবক্তা মাদানী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি র‌্যাবের ডিজির দেওয়া একটি বক্তব্যের ফটোকার্ড শেয়ার করেছেন। যেখানে র‌্যাবে ডিজি বলেছেন, র‌্যাবে আয়নাঘর ছিল, আছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থাতেই রাখা হয়েছে।

এ ফটোকার্ড শেয়ার করে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী ক্যাপশনে লিখেছেন, এখন আওয়ামী গুজব লীগ কি বলবে..? আমি নিজেই এই আয়না ঘরে ছিলাম!’

এমটিআই

*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সোনালীনিউজ-এর সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। তাই এখানে প্রকাশিত লেখার জন্য সোনালীনিউজ কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না। এর দায় সম্পূর্ণই লেখকের।

Wordbridge School
Link copied!