• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটির উদ্দেশ্য আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো: ফখরুল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২২, ০২:০৯ পিএম
সার্চ কমিটির উদ্দেশ্য আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো: ফখরুল

ঢাকা : ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন হলেই কেবল নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তময়ান সংকট থেকে উত্তরন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮‌ফেব্রুয়ারি) গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অনুসন্ধান কমিটি গঠনের প্রক্রিয়া সম্পূর্ন অর্থহীন ও অগ্রহণযোগ্য। এই কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতো আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা।

তিনি আরও বলেন, সরকারের দুর্নীতি ও সরকারি দলের মদদপুষ্ট ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য জ্বালানি তেল ও নিত্য ব্যবহার্য দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে।

অবিলম্বে ভোক্তা পর্যায়ে সব পন্যের মূল্য হ্রাস করে বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিলের দাবি জানান বিএনপি মহাসচিব। আর তা না হলে জনগনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসময় ভোটাধিকার প্রয়োগের অধিকার সরকার হরন করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভবিষ্যতে এর বিচারের মুখোমুখি হতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!