• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আ.লীগ নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন করছে : কাদের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২২, ০৩:১৭ পিএম
আ.লীগ নির্বাচনি ওয়াদা বাস্তবায়ন করছে : কাদের

ফাইল ছবি

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শত প্রতিকূলতার মধ্যেও বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও দলীয় সভাপতির দেওয়া ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে ক্ষমতায় থেকে যাঁরা ক্ষমতা ব্যবহার করেছেন, তাঁরাই দেশের উন্নয়ন ও মানুষের সেবা নিয়ে অন্ধ সমালোচনা করছেন।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এ সময় বিশ্ববাজার জ্বালানি ও খাদ্য সংকটের মধ্য দিয়ে চলছে, সেই পরিস্থিতিতেও বাংলাদেশের মানুষ ভাল আছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও দলীয় সভাপতির দেওয়া ওয়াদা শত প্রতিকূলতা সত্ত্বেও বাস্তবায়ন হচ্ছে। যাঁরা ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য উন্নয়নে ক্ষমতা ব্যবহার করেছে তারাই দেশের উন্নয়ন ও মানুষের সেবা নিয়ে অন্ধ সমালোচনা করছে।’

কাদের বলেন, ‘বিএনপির নেতাদের সমালোচনা শুনে লাভ নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থার সঙ্গে বাংলাদেশের অবস্থা তুলনা করে দেখুন, এরপরও বাংলাদেশের মানুষ ভাল আছ।’

এ বছরের জুনের মধ্যেই পদ্মাসেতু উদ্বোধন করার প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শতভাগ সততার সাথে পদ্মা সেতু নির্মাণ করা হয়।’

পদ্মা সেতু নির্মাণে কারও কাছ থেকে একটি পয়সাও ঋণ নেওয়া হয়নি মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘শতভাগ দুর্নীতি মুক্তভাবে পদ্মা সেতু নির্মাণ কাজ হয়েছে। এ জন্য কারও কাছ থেকে একটি পয়সাও ঋণ নেওয়া হয়নি। আর আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে।’

‘ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে’ উল্লেখ করে বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সংবিধান মেনে সেভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন করতে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। আইন-শৃঙ্খলা, প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের অধীনে।’

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘সমালোচনা না করে আসুন নির্বাচনে লড়াই করি।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!