• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তৃতীয় কোনো শক্তির ক্ষমতায় আসার সুযোগ নেই


কুমিল্লা প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০২২, ০৬:২৯ পিএম
তৃতীয় কোনো শক্তির ক্ষমতায় আসার সুযোগ নেই

ছবি : সংগৃহীত

কুমিল্লা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘এতিমের টাকা মেরে খালেদা জিয়া ও তারেক রহমান নাকি আজ (১০ ডিসেম্বর) এ দেশ দখল করবে। কোথায় আজ তারা?  কাদের শক্তিতে তারা কথা বলছে আমাদের জানা আছে। এ দেশে তৃতীয় কোনো শক্তির আর ক্ষমতায় আসার সুযোগ নেই।’

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন  আয়োজিত  আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে এখন কোনো মানুষ না খেয়ে মারা যায় না। দেশ আজ উন্নয়নের রোল মডেল।  বিদেশি প্রভুদের মদতে যারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন তাদের বলছি আপনাদের দিবাস্বপ্ন দেখে কোনো লাভ হবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক আমরা ঘরে বসে থাকবো না।’ 

এশিয়াটিক সোসাইটির সভাপতি ও মায়ের কান্না সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য  আ ক ম বাহাউদ্দিন বাহার,  ১৯৭৫ সালে ৭ নভেম্বর শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ এজাহার খান এমপি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ বীররিক্রম প্রমুখ। 

পরে সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!