ঢাকা : বিএনপি দিনের বেলায় পদযাত্রা করে। আর রাতে কূটনীতিকদের খোশামুদি করে। তাদের আন্দোলন কখনো সফল হবে না। এসব করে তারা সরকার হটাতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রথম ক্যাডবেরিক রোগী হিসেবে সারাহ ইসলামের অঙ্গ অন্য চারজনের দেহে প্রতিস্থাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় সারাহ ইসলামের উদারতার প্রশংসা করে হাছান মাহমুদ বলেন, ‘সারাহ ইসলামের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশের ডা. অনেক দেশের তুলনায় মেধাবী। অনেক উন্নত দেশে হাউজ ডা. এর সেবা পেয়ে বিশেষজ্ঞের কাছে যেতে অনেক সময় লাগে। আমাদের এখানে যেকোনো রোগী অসুস্থ হলেই হাসপাতালে যেতে পারে।’
মন্ত্রী বলেন, আমি ডায়বেটিসের রোগী। এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত জানাবো। ডায়বেটিসের রোগী, ‘শরীরের কোনো অংশ ভালো আছে কি না তা দেখতে হবে।’
সোনালীনিউজ/এমটিআই







































