• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নির্বাচনের আগে আর কোনো সংলাপ নয়: ইসি


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৩, ০৫:২৮ পিএম
নির্বাচনের আগে আর কোনো সংলাপ নয়: ইসি

ঢাকা : জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আর কোনো সংলাপের উদ্যোগ নেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিসুর রহমান।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

আনিসুর রহমান বলেন, নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নেবে নির্বাচন কমিশন, যথা সময়েই তফসিল ঘোষণা করা হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন না দেওয়ায় আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন,  নির্বাচন কমিশন ঘেরাও করার অধিকার সবার আছে। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আশা করছি।

সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের আছে জানিয়ে ইসি আনিস বলেন, নির্বাচনে থাকা না থাকা প্রত্যেকটি দলের নিজেদের ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি আছে নির্বাচন কমিশনের। বড় দলগুলো ভোটে আসলে, কমিশনের ওপর চাপ কমে যায়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!