• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোটে যাচ্ছে জাতীয় পার্টি?


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৮, ২০২৩, ০৪:২৪ পিএম
ভোটে যাচ্ছে জাতীয় পার্টি?

সংগৃহীত ছবি

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। শনিবার (১৮ নভেম্বর) এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছে জাতীয় পার্টি।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর সই করা এই চিঠিটি ই-মেইলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর পাঠানো হয়।

চিঠিতে চুন্নু উল্লেখ করেন, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি ই-মেইল পেয়েছি। সেই ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরওপিও অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে নির্বাচনি তোড়জোড় শুরু করেছেন তার বিপরীতে জি এম কাদের শিবিরে ছিলে নীরবতা। জাপার সংসদ সদস্যদের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশী নেতারা তাই ভিড়ে গিয়েছিলেন রওশন এরশাদের শিবিরে। রওশন এরশাদের পক্ষে থাকা নেতারা দাবি করছিলেন, এবার জি এম কাদের নন, মনোনয়নের সঙ্গে প্রতীক বরাদ্দ দেবেন বিরোধী দলীয় নেতা।

সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে, এ ধারণা যখন দলে ভিত্তি পেয়েছে, ঠিক তখন ইসিতে চিঠি দিয়ে নিজের অবস্থান জানান দিলেন জি এম কাদের।

দলের নেতারা বলছেন, ইসিতে দেয়া এ চিঠির মাধ্যমে জাপার নির্বাচনে অংশগ্রহণের ইস্যুতে ধোঁয়াশা কেটে গেল। জাপায় নির্বাচনি তোড়জোড় শুরুর আভাসও দিলো এ চিঠি।

ওয়াইএ

Wordbridge School
Link copied!