• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৩, ১০:১৭ এএম
বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি

ঢাকা: রাজধানীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সোহেলের এক আত্মীয়কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগরে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ সংলগ্ন এলাকায় সোহেলের বাসায় এই তল্লাশি চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সোহেলের ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে তানভীর আহমেদ নামে সোহেলের একজন আত্মীয় ওই বাসায় যাচ্ছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে আটক করেন। পরে তানভীরকে নিয়েই ১৫–২০ জন ব্যক্তি সোহেলের বাসায় যান। তারা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তবে সবাই সাদা পোশাকে ছিলেন। তাদের কাছে ওয়াকিটকি বা ডিবির জ্যাকেট ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি করেন। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে যান।

সুমন হোসেন বলেন, তানভীরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তারা জানতে পারেননি। কারা তাকে ধরে নিয়ে গেল সে বিষয়েও তারা নিশ্চিত নন।

উল্লেখ্য, বেশ কয়েকটি মামলার আসামি হাবিব উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব উন নবী খান সোহেলকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

এমএস

Wordbridge School
Link copied!