• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১

‘কে কোন আসনের এমপি হবেন ঢাকায় বসে তা নির্ধারণ হয়ে গেছে’


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০২৪, ০২:৪৪ পিএম
‘কে কোন আসনের এমপি হবেন ঢাকায় বসে তা নির্ধারণ হয়ে গেছে’

ঢাকা : দ্বাদশ সংসদ নির্বাচন নীলনকশার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, কে কোন আসনের সংসদ সদস্য হবেন ঢাকায় বসে তা নির্ধারণ করে ফেলা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এ সময় তার সঙ্গে ছিলেন।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের নামে সব হযবরল করে ফেলেছে। জনগণ নয়, সরকারের সিলেকশনে এমপি হচ্ছেন নেতারা। তারাই এখন নির্বাচনের অবস্থা নিয়ে কথা বলছেন, বিএনপির বলার দরকার হচ্ছে না।

বিএনপি মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছে মন্তব্য করে মঈন খান বলেন, সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে। মানুষের অধিকার নিয়ে বিএনপি আন্দোলন করছে। তারা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্র্যাকডাউন করেছে। মিথ্যা, ভুয়া নাটকের নির্বাচন হচ্ছে। পুলিশ বা গ্রেনেডের শক্তি নয় বরং জনগণের শক্তিতে বলিয়ান হয়ে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

এমটিআই

Wordbridge School
Link copied!