• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোটা ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২৪, ০৯:৩৩ এএম
কোটা ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ

ঢাকা: কোটার ইতিবাচক সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

বুধবার দিবাগত রাতে ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটাপদ্ধতিকে সংস্কার করার দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে।

এমএস

Wordbridge School
Link copied!