• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ ১৪৩০
স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি

ট্রাস্টের দেয়া অর্থে চলতে কষ্ট হচ্ছে এরশাদপুত্র এরিকের


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০২৫, ০২:০৬ পিএম
ট্রাস্টের দেয়া অর্থে চলতে কষ্ট হচ্ছে এরশাদপুত্র এরিকের

ঢাকা : ট্রাস্ট সংক্রান্ত অনিয়ম নিরসনে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরিক এরশাদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি পাঠান এরিক।

ওই চিঠিতে এরিক বলেন, ‘আমার ভবিষ্যৎ জীবনযাপনের নিরাপত্তার জন্য আমার বাবা ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’গঠন করেন, যার একমাত্র সুবিধাভোগী আমি।

বর্তমানে ট্রাস্টের নির্ভরযোগ্য আয়ের অভাবে আমি কেবল মাত্র দুটি অ্যাপার্টমেন্ট ও একটি দোকানের ভাড়ার ওপর নির্ভরশীল, যা আমার দৈনন্দিন খরচ মেটানোর জন্য যথেষ্ট নয়। ফলে আমাকে নিয়মিতভাবে আমার মায়ের কাছ থেকে আর্থিক সহায়তা নিতে হচ্ছে। অথচ কাজী মামুন এবং ট্রাস্টের অন্য সদস্যরা আমার মায়ের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মন্তব্য ছড়িয়ে আমার ওপর মানসিক চাপ সৃষ্টি করছেন এবং আমার মায়ের কাছ থেকে আমাকে দূরে রাখার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।’

এরিক তার চিঠিতে আরও বলেন, ‘এমতাবস্থায় আমার দৈনন্দিন জীবন পরিচালনা এবং চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। যদি আমার শারীরিক বা মানসিক কোনো ক্ষতি হয়, তার সম্পূর্ণ দায়ভার কাজী মামুন ও সংশ্লিষ্ট ট্রাস্ট সদস্যদের ওপর বর্তাবে। আমি একাধিকবার কাজী মামুন এবং ফখর-উজ-জামান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সবসময় সময়ক্ষেপণ ও টালবাহানা করছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাস্টের হিসাব বুঝিয়ে দিচ্ছেন না।’

চিঠির শেষে এরিক বলেন, ‘ট্রাস্টের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আমার ভবিষ্যৎ সুরক্ষায় কাজী মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ট্রাস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান এবং ট্রাস্টের ব্যাংক হিসাব স্বাভাবিক করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, ২০১৯ সালে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার নিজের নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এ ছাড়া মৃত্যুর আগে তার সম্পত্তিও উইল করে যান।

এমটিআই

Wordbridge School
Link copied!