ঢাকা: দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সেজন্যই আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে জনসমভায় যোগদানের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, আমরা সবসময় মবের ঘোর বিরোধী। মব ১৯৭২ সাল থেকে শুরু হয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মী মবের সঙ্গে জড়িত নেই।
এসময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
এআর