• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে হাসনাত-সারজিসরা


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ১৩, ২০২৫, ১২:০৭ পিএম
প্রতীক নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে হাসনাত-সারজিসরা

ঢাকা : প্রতীক সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই সাক্ষাৎ শুরু হয়।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যর প্রতিনিধি দল স্বাক্ষাতে অংশ নিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি।

এর আগে গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। অন্যদিকে তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ১৭ এপ্রিল একই প্রতীক চায়।

এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে।

শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্ত করাই বাদ দেয় সিইসি।

পিএস

Wordbridge School
Link copied!