ঢাকা: গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। বুধবার (১৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মশাল মিছিল করবে।
রাত ৮টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হবে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’
এর আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।
আইএ







































