• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্লকেড সরিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়ার আহ্বান নাহিদের


ব্লকেড সরিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়ার আহ্বান নাহিদের জুলাই ১৬, ২০২৫, ০৬:২১ পিএম
ব্লকেড সরিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়ার আহ্বান নাহিদের

ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ও হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিকেল থেকে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম।

বুধবার (১৬ জুলাই) বিকেলে নাহিদের সেই আহ্বানটি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিসের ওই পোস্টে নাহিদ বলেছেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।’

এদিকে ব্যাপক সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গোপালগঞ্জে সমাবেশ শেষে বিকেলে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় এনসিপি নেতারা জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। তবে বিকাল ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির পাহারায় এনসিপির নেতারা নিরাপদে গোপালগঞ্জ ছাড়েন।

পিএস

Wordbridge School
Link copied!