• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জুলুম-নিপীড়নের প্রতিবাদে জনবিস্ফোরণ ঘটেছে: গোলাম পরওয়ার


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৬:১৮ পিএম
জুলুম-নিপীড়নের প্রতিবাদে জনবিস্ফোরণ ঘটেছে: গোলাম পরওয়ার

ঢাকা: বাংলাদেশে সুশাসনের একটি শক্ত ভিত্তি গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লায় চেয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ আবেদন জানান।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে যে জনসমুদ্র সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে বিগত বছরগুলোতে দলটির ওপর, তথা ইসলামি শক্তির ওপর যে জুলুম-নিপীড়ন চালানো হয়েছে, তারই প্রতিবাদে এই গণবিস্ফোরণ ঘটেছে।

দলটির নেতাদের কারাগারে ফাঁসি দিয়ে বৃদ্ধ বয়সে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ করেন গোলাম পরওয়ার। বলেন, মজলুম বৃদ্ধ নেতাদের কারাগারে তিলে তিলে হত্যা করা হয়েছে। নিবন্ধন ও প্রতীক কেড়ে নেয়া হয়েছে। ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘরে হাজার হাজার লোককে কারারুদ্ধ করা হয়েছে। দুনিয়া জানে-বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম দল হচ্ছে জামায়াতে ইসলামী।

সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানকে মানবিক নেতা উল্লেখ করে বলেন, বন্যার্ত মানুষদের সাহায্য করতে তিনি নির্দেশ দিলেন। পূজার সময় হিন্দুধর্মাবলম্বীদের পাশে থেকে নিরাপত্তা দিতে বলেছেন।

এআর

Wordbridge School
Link copied!