• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৫, ০৮:০৬ পিএম
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল

ঢাকা: অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমির। 

প্রথমবার পড়ে যাওয়ার পর নেতাকর্মীরা তাকে দ্রুত সহায়তা করেন এবং তিনি আবার উঠে বক্তব্য চালিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে যান তিনি। এরপর দাঁড়িয়ে না থেকে মঞ্চেই বসে পা ছড়িয়ে বক্তৃতা শেষ করেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ শেষে তাকে দ্রুত ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রয়েছে এবং তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার গণমাধ্যমকে বলেন, আমিরে জামায়াতের প্রেসার ও সুগার এখন নিয়ন্ত্রণে আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডা. শফিকুর রহমানের এই শারীরিক অবস্থা ঘিরে জামায়াত নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি আশঙ্কামুক্ত।

এআর

Wordbridge School
Link copied!